Raw Hasan – Journeys Against the Odds

From border detentions to UNESCO wonders — the solo, independent travels of a Bangladeshi, with one of the world’s weakest passports.

মালয়েশিয়া থেকে কম্বোডিয়া ভিসা নেয়ার অভিজ্ঞতা

Cambodia visa from Malaysia with a Bangladeshi passport

কুয়ালালামপুর থেকে আজকে কম্বোডিয়ার ভিসা করলাম। একটা নোটিশে বাংলাদেশীদের জন্য রিটার্ন টিকেট, ব্যাংক স্ট্যাটমেন্ট, হোটেল বুকিং লাগবে লেখা আছে দেখে ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু পাসপোর্ট জমা নেয়ার সময় সেসব কিছু নিল না, দেখতেও চাইলো না। শুধু ছবি সহ ফিল-আপ করা ফরম, পাসপোর্ট, আর ৩০০ রিঙ্গিট নিয়েছে। ব্যাংক স্ট্যাটমেন্ট, যাওয়ার কনফার্মড টিকেট, হোটেল বুকিং কপি সাথে দিয়েছিলাম, সেগুলো সব ফেরত দিয়েছে।

সাড়ে দশটার দিকে পাসপোর্ট জমা দেই। ১২ টায় কালেক্ট করতে বলেছে। কিন্তু ১১.৩০ এ ডেকে পাসপোর্ট দিয়ে দিয়েছে। ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা সহ। বাংলাদেশি শুধু আমি একাই ছিলাম। আর ৬-৭ জন ভারতীয় আর পাকিস্তানি ছিল।

ফর্মে যাওয়া-আাসার ফ্লাইট বা বাস টিকিটের ডিটেইলস দিতে বলেছে। রিটার্নের জায়গায় লিখে দিয়েছিলাম জায়ান্ট ইবিস বাস। আর এক্সিট পয়েন্টের জায়গায় গুগল করে Poipet/Aranyaprathet। ছবি একটা নির্দিষ্ট সাইজ লাগবে দেয়া আছে। পাসপোর্ট সাইজের একটা সেখানে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি। কোন সমস্যা হয় নি।

কম্বোডিয়ার ভিসার জন্য যেসব ডকুমেন্টস লাগবে:

  • পুরন করা ভিসা আবেদন ফরম
  • পাসপোর্ট
  • পাসপোর্ট কপি
  • ছবি
  • ৩০০ রিঙ্গিট ভিসা ফি

আরো পড়তে পারেনঃ

Leave a Comment